একটি বিমান বিধ্বস্ত হয়েছে শুক্রবার যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার মেরিন কোরের ঘাঁটির কাছে । বিমানটি ছিল সর্বাধুনিক এফ-৩৫বি জয়েন্ট স্ট্রাইক ফাইটার বিমান। মার্কিন মেরিন সেনাদের ব্যবহৃত উন্নত প্রযুক্তির এ স্টিলথ বিমান বিধ্বস্তের এটিই প্রথম ঘটনা। বিমানটি তৈরিতে খরচ হয় প্রায় ১০ কোটি ডলার।
মার্কিন কর্মকর্তারা বলেন, অত্যন্ত ব্যয়বহুল বিমানটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেয়ার সময় ধ্বংস হয়। আফগানিস্তানে তালেবানের অবস্থানে হামলার জন্য এফ-৩৫ বিমান ব্যবহার করার একদিন পর এই দুর্ঘটনা ঘটলো।