৮০০পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায়। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের আটক করা হয়। আটক দুইজন হলেন, উপজেলার পোড়াবাড়ী এলাকার সফির ছেলে রৌশন আলী (৩০) ও উল্টাছড়ির জয়নাল আবেদীনের ছেলে শামীম (২৬)।
খাগড়াছড়ির ডিবি ওসি আবদুর রাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ির পোড়াবাড়ী এলাকায় সফির ছেলে রৌশন আলীর বাসায় অভিযান চালানো হয়। এসময় ৮০০ইয়াবাসহ রৌশন আলী ও তার সহযোগী শামীমকে হাতেনাতে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানান।