আজ থেকে আর কন্ট্রাক্টে বাস চালাবেন না বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সভায় আজ ঢাকার বাস মালিকেরা শপথ করেন।

ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ  সম্পাদক  খন্দকার এনায়েত উল্লাহ জানান, ‘গাড়ির কাগজপত্র ঠিক থাকার পরেও যদি মামলা করা হয়, তবে সে দায়ভার আমি নেবো।’

তিনি আরও জানান, আপনারা (বাস চালক) আইনের মধ্যে আসুন, আপনাদের কেউ আঙ্গুল তুলে ধরবে না। যেবাস আপনাদের সংসার ফিট রেখেছে, সে বাস কেন আনফিট থাকবে?

আজ গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে কাজী বশীর মিলনায়তনে খন্দকার এনায়েত উল্লাহের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সায়েদাবাদ, মহাখালী, গাবতলী মালিক সমিতির সভাপতিসহ বিভিন্ন বাস মালিকেরা।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031