IMG-20160503-WA0002-800x453পিএইচপি পরিবার’ বাংলাদেশের বাজারে নিয়ে এলো নতুন মোটরসাইকেল ব্র্যান্ড পিএইচপি প্রাইড- ১২৫ সিসি ও ‘পিএইচপি মারকাবা’- ১৫০ সিসি। গতকাল ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ঝংকার মোড়ের আনন্দ টাওয়ারে মেসার্স এম. আই অটোমোবাইলস্ ও সার্ভিস পয়েন্ট ডিলার শো রুম উদ্বোধন করা হয়।
ডিলার শো রুমের উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফী মোহাম্মদ মিজানুর রহমান। উদ্বোধনকালে তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা দুটি মডেলের মোটরসাইকেল বাজারে আনলেও খুব শীঘ্রই পিএইচপি সুপার- ১০০ সিসি মোটর সাইকেলটি বাজারে আনা হবে। তিনি পিএইচপি পরিবারের শ্লোগান “ঝবৎারহম ঃযব ঘধঃরড়হ ওহ ঝরষবহপব” উল্লেখ করে বলেন, পিএইচপি পরিবার নীরবে দেশ ও মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছে। পণ্যের গুণগত মান বজায় রাখতে পিএইচপি বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য আমরা দেশের মানুষকে মানসম্মত পণ্য সরবরাহে বাজারে দুটি মডেলের আন্তর্জাতিক মান সম্পন্ন মোটর সাইকেল নিয়ে এসেছি সেই সাথে থাকবে সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা ও খুচরা যন্ত্রাংশের মজুত। উদ্বোধনকালে সুফী মিজানুর রহমান বলেন, আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই ফটিকছড়ির নানুপুর দরবার শরীফে কাটিয়েছি। মহান সাধক শাহসুফী সৈয়দ আবদুস সালাম ঈছাপুরী (র:) সান্নিধ্যে থেকে আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আমি অনুভব করেছি। তাই আজ এই ফটিকছড়ি থেকেই আমরা পিএইচপি অটোমেবাইলস্ লিঃ এর প্রথম ডিলার উদ্বোধনের সূচনা করলাম। নিশ্চয়ই মহান আল্লাহতা’লা আমাদের সহায় হবেন। সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়নতার নিদর্শনস্বরূপ পিএইচপি এর অগ্রযাত্রার কথা তিনি উল্লেখ করেন। যোগাযোগ ব্যবস্থার বাহন হিসেবে পিএইচপি এর নতুন মোটরসাইকেল সময়োপযোগী মাইলফলক উম্মোচন করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পিএইচপি অটোমোবাইলস্ লিঃ বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করেছে এবং এ বছরের শেষের দিকে নতুন পণ্য ‘প্রোটন’গাড়ি এ দেশেই তৈরি করে বাজারে নিয়ে আসছে প্রসঙ্গে সুফী মিজানুর রহমান বলেন, স্বদেশে গাড়ি তৈরির মাধ্যমে আমরা গর্বিত জাতি হিসেবে গাড়ি তৈরিতে স্বনির্ভরতা অর্জন করতে পারবো। উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিএইচপি অটোমোবাইলস লিঃ এর এডভাইজার মোহাম্মাদ আলী, নির্বাহী পরিচালকদ্বয় জনক কুমার ব্যানার্জী ও সঞ্জীব শর্মা ও ফটিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার । স্বাগত বক্তব্য রাখেন পিএইচপি অটোমোবাইলস্ লিঃ এর সহকারী মহা-ব্যবস্থাপক মেজবাহ্ উদ্দিন আতিক। পিএইচপি অটোমোবাইলস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ এর পক্ষ হতে ফটিকছড়িবাসীকে অভিনন্দন বার্তা ও শুভেচ্ছা পৌছে দেন পিএইচপি অটোমোবাইলস্ এর সহকারী মহা-ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আতিক। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন ঈছাপুরী দরবার শরীফের শাহজাদা সৈয়দ এহছানুল করিম ঈছাপুরী। -বিজ্ঞপ্তি

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031