র্যাব চট্টগ্রামে একটি ট্রাক থেকে ২১ হাজার ইয়াবা উদ্ধার করেছে ।নগরীর ইপজেড থানার ব্যারিস্টার কলেজ রোড থেকে রোববার ভোর রাতে ইয়াবাগুলো উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- আবু ছায়াম (৩০) ও মো. রবিন (৩৫)।
র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাকে করে ইয়াবাগুলো পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আগে থেকে সংবাদ পেয়ে র্যাবের একটি দল ইপজেড থানার ব্যারিস্টার কলেজ এলাকায় অবস্থান নেয়।
র্যাবের তল্লাশী চৌকিতে ট্রাকটিকে থামানোর সংকেত দিলে সেটি থামিয়ে চালক ও সহকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।
পরে তাদের জিজ্ঞাসাবাদ করে ট্রাকের চেসিসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২১ হাজার ১৮০টি ইয়াবা পাওয়া যায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।