দক্ষিণ সুদানের একটি ছোট আকৃতির বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। রবিবার বিমানটি মাঝ আকাশে বিধ্বস্ত হয়ে একটি নদীর ওপর ভেঙে পড়ে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, রবিবার সকালে স্থানীয় জুবা ইন্টারন্যাশানাল বিমানবন্দর থেকে চার্টাড বিমানটি ইরল শহরে যাচ্ছিল। বিমানে ২২ জন যাত্রী ছিল। হঠাৎ করেই বিমানটির সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরেই বিমানটির খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান, দেখা যায় স্থানীয় একটি নদীতে ভেঙে পড়েছে বিমানটি। এরপরেই সেখানে ছুটে যায় উদ্ধারকারী দল।
দেশটির তথ্যমন্ত্রী তাবান আবেল জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এক শিশু ও কো-পাইলটসহ তিনজনকে ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিমান বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে।
তিনি আরো জানান, বেঁচে থাকা যাত্রীদের একজন ইতালির চিকিৎসক। তিনি একটি এনজিওতে কাজ করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ইরল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সূত্র জানায়, বিমান থাকা ২২ আরোহীর মধ্যে তিনজন শিশু ছিল।