চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলের কাছে দুর্ঘটনাটি ঘটে। বঙ্গোপসাগরে আজ দুই জাহাজের মধ্যে সংঘর্ষে হয়। এতে এমভি ফারদিন নামের একটি লাইটার জাহাজ ডুবে যায়। একটি মাছধরা ট্রলারের জেলেরা লাইটার জাহাজে থাকা ১৩ জন নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করে। আজ রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রাম কোস্ট গার্ড পূর্বাঞ্চল নিশ্চিত করে।
তারা জানায়, এমভি বসুন্ধরা ও এমভি ফারদিন নামের দুটি জাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে এমভি ফারদিনের তলা ফুটো হয়ে যায়। এতে জাহাজটি ডুবে যেতে থাকে। এই সময় প্রাণ রক্ষার জন্য চিৎকার করলে সাহায্যের হাত বাড়িয়ে দেয় একটি মাছ ধরার ট্রলার। তাদের সহযোগীতায় প্রাণ রক্ষা হয় ১৩ জন নাবিকের। পরে ফারদিন জাহাজটি ডুবে যায়।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |