৬জন সুদানে একটি আভ্যন্তরীণ যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা এখন পর্যন্ত । রোববার সকালে জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০জন যাত্রীকে নিয়ে বিমানটি উড়াল দিলে ইরোল শহরে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান দেশটির সেনাবাহিনী দ্বারা পরিচালিত হচ্ছে।
আলজাজিরার বরাত দিয়ে জানা যায়, বিমানটি ইরোল শহরের মধ্য আকাশে দুর্ঘটনার শিকার হলে নদীতে পড়ে বিধ্বস্ত হয়। উদ্ধারকারীদের সূত্রে জানা যায়, বিমানে থাকা সবারই মৃত্যু হয়েছে। নদীতে বিমানটি বিধ্বস্ত হওয়ায় লাশ উদ্ধারে সমস্যা হচ্ছে।
জাতিসংঘের রাডিও স্টেশন রেডিও মিরার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিধ্বস্ত বিমানের ছবি প্রকাশ করে। তাদের দাবি, এই দূর্ঘটনায় মাত্র তিনজন বেঁচে আছেন। তারা আরও দাবি জানান, পতিত বিমানটিতে ১৯টি সিট ছিল। উড্ডয়নের সময় সবগুলো ছিট বুকিং ছিল। তাছাড়া পাইলটের এখন পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি।