নিহতএক চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকায় টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা খেলে এর এক যাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার(৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের নাম অলক বড়ূয়া(২৭), সে ফটিকছড়ি থানার বাসিন্দা এবং একটি শীপ ইয়ার্ডের কর্মচারী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্গজ বড়ূয়া সিটিজি নিউজকে জানান, টাইগার পাস দিয়ে আগ্রাবাদ যাওয়ার সময় টেম্পো’র সামনের সিটে বসা ছিলো অলক বড়ূয়া। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যন্ডের ওপর ওঠে গেলে সামনে থাকা অলক বড়ূয়া গুরতর আহত হয়।
তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পঙ্গজ বড়ুয়া।