র্যাব-১১ এর সিপিএসসির সদস্যরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রুবেল ভূঁইয়া (৩৩) নামে এক মাদক কারবারিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ।
এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ভর্তি দুই রাউন্ড গুলি ও একটি চাপাতি।
গ্রেপ্তার রুবেল ভুঁইয়া রূপগঞ্জের তারাবো দক্ষিণ পাড়ার মৃত তমিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে। বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ওইদিন রাত পৌঁনে ৮টায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর সিপিএসসির সিনিয়র এএসপি জসিমউদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার রুবেল দীর্ঘদিন ধরে রূপগঞ্জ এলাকায় মাদক বিক্রি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে এলাকায় জনসাধারনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছেন।
মাদক কারবারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সঙ্গে জড়িত থাকায় দীর্ঘদিন ধরে তার ওপর গোয়েন্দা নজরদারী চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকসহ বিভিন্ন অপরাধের অসংখ্য মামলা রয়েছে।
অস্ত্র উদ্ধারের ঘটনায় রুবেল ভূঁইয়ার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।