প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান দেশে বর্তমান সাক্ষরতার হার ৭২ দশমিক ৯ শতাংশ বলে জানিয়েছেন। যা গত বছর ছিল ৭২ দশমিক ৩ শতাংশ।

বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৮ উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘সাক্ষরতার হার শতভাগ করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের উপ-আনুষ্ঠানিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা বাধার সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে যাওয়াও বড় কারণ।’

মন্ত্রী বলেন, ‘যতক্ষণ একজনও নিরক্ষর মানুষ থাকবে ততক্ষণ সরকার কাজ চালিয়ে যাবে। আমাদের অঙ্গীকার বাস্তবায়নে আমরা চেষ্টা করে যাব।’

তিনি বলেন, ‘২০১০ সালের শিক্ষানীতি অনুযায়ী বলা হয়েছিল ২০১৮ সালের মধ্যে সকল শিশুকে অবৈতনিক বাধ্যতামূলকভাবে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা হবে। কিন্তু এটা এখনও বাস্তবায়ন করা যায়নি। প্রক্রিয়া চলছে। আমরা পঞ্চম শ্রেণি পর্যন্ত এটি চালাচ্ছি। আমরা সাতশ’ স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত করেছি। কিন্তু প্রাইমারির সঙ্গে আছে সাতশ’ স্কুল। বাকি ১০ থেকে ২০ হাজার স্কুল আছে উচ্চশিক্ষার সাথে। উনারা ছেড়ে দিলেই আমরা শুরু করব। এটা কেবিনেট পর্যন্ত গেছে। এটা পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, তা শেষে হলে আমরা বাস্তবায়ন করব।’

যতদিন সরকার সিদ্ধান্ত বহাল রাখবে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা ততদিন চলবে জানিয়ে তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত আমাদের কাছে আসলে দুটো মিলিয়ে একটি পরীক্ষা হোক এমন একটি প্রস্তাব আমরা পাঠিয়েছিলাম। এটার পরীক্ষা নিরিক্ষা শেষ হয়নি। এ বিষয়ে কেবিনেট থেকে সিদ্ধান্ত হয়ে আসবে। কিন্তু সেই সিদ্ধান্ত এখনও হয়নি।’

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031