চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গীবাজার এলাকায় একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে আট হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ।
রোববার দুপুরে ফিরিঙ্গীবাজার এলাকার মমতাজ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জহুরুল ইসলাম (৩০)।
নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি বন্দর) আসিফ মহিউদ্দীন জানান, গোপন সূত্রে ইয়াবা পাচারের খবর পেয়ে ফিরিঙ্গীবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি নিশান মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে আট হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।