14-300x169 ঢাকা মহানগর এলাকায় রাস্তার উল্টো দিকে গাড়ি চলাচল বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি সৈয়দ মোহাম্মাদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ আলী, অ্যাডভোকেট বেলায়েত হোসেন, মুজাহিদুল ইসলাম ও জমির উদ্দিন বাবুল।

ঢাকা, জগন্নাথ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের মহা-পরিদর্শকসহ (আইজিপি) মোট ১০ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

পরে আদালত থেকে বেরিয়ে আইনজীবী মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, ‘মোটরযান অধ্যাদেশ ১৯৮৩’র বিধান অনুযায়ী রাস্তার উল্টোপথে (নির্দিষ্ট পথের উল্টো দিকে) গাড়ি চালানো শাস্তিযোগ্য অপরাধ। সড়কে উল্টোপথে যান চলাচলে যানজটসহ নানা দুর্ঘটনা ঘটছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী ও ভিআইপিদের গাড়ি বেশিরভাগ গাড়ি এ আইন ভঙ্গ করছে বলে আমরা রিট আবেদনে উল্লেখ করেছি।’

সেই আবেদনের শুনানি করে আজ আদালত এ রুল জারি করেন বলে জানান এই আইনজীবী।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031