শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ।

রবিবার দুপুরে সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে প্রধান প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদ, ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় পরিষদ ও স্বাধীনতা কর্মচারী পরিষদের সাথে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ জোনের নির্বাহী প্রকৌশলী তারেক আনোয়ার জাহেদী, প্রধান প্রকৌশলী কার্যালয়, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, ফরিদপুর, মাদারীপুর জোনের নির্বাহী প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031