হজযাত্রীদের ফিরতি ফ্লাইট আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে । সর্বশেষ ফিরতি হজ ফ্লাইট হবে আগামী ২৬ সেপ্টেম্বর।

ঢাকা ও মক্কা হজ অফিস জানায়, চলতি বছরের পবিত্র হজ পালনে ৩৭১টি হজ ফ্লাইটে হজ ব্যবস্থাপনার সদস্যসহ এক লাখ ২৭ হাজার ২৯৮ জন যাত্রী সৌদি আরব গেছেন। এরমধ্যে এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালন করেছেন।

গত ২০ আগস্ট এবারের পবিত্র হজ পালন সম্পন্ন হয় এবং গত ১৪ জুলাই সৌদি আরবের উদ্দেশ্যে প্রথম হজ ফ্লাইট শুরু হয়।

চলতি বছর সৌদি আরবে চিকিৎসা কেন্দ্র হতে ৫১ হাজার ৮৮১জন হজযাত্রীকে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানায় হজ অফিস।

এবছর পবিত্র হজ পালন করতে গিয়ে ১৩ জন মহিলাসহ ৮৬ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ৪৯ জন, মদিনায় সাতজন, জেদ্দায় দুজন, মিনায় ১৮ জন এবং আরাফায় ১০ জন হজযাত্রী ইন্তেকাল করেন বলে মক্কা হজ অফিস জানিয়েছে।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান হজ ব্যবস্থাপনা সরেজমিনে প্রতক্ষ করতে বর্তমানে সৌদি আরবের মদিনায় অবস্থান করছেন বলে মক্কা অফিস সূত্রে জানা গেছে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031