ডিএমপি: রাজধানীতে নিরাপত্তা নিশ্চিতে গাড়িতে কাগজে সাঁটানো পুলিশ, সাংবাদিক, আইনজীবী লেখা স্টিকার ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে ।
বুধবার বেলা ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখায় ট্রাফিক ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনার আছাদুজ্জামান মিয়া এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বর্তমানে দেখা যাচ্ছে অপরাধীরা নিরাপদে অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করতে গাড়ীতে সাংবাদিক, আইনজীবী এমনকি হাতে লেখা পুলিশের স্টিকারও ব্যবহার করেন। পুলিশও অনেক সময় এ ধরনের স্টিকার দেখে অপরাধী শনাক্ত করতে পারে না। এ সমস্যা এড়াতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
রাজধানীকে যানজট মুক্ত করতে উল্টোপথে গাড়ী চালালে এবং অবৈধভাবে পার্কিং করলেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান কমিশনার।