চৌদ্দ দলের মুখপাত্র ও স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম দুনিয়ার কোনো শক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন। বলেছেন, নির্বাচন নিয়ে কোনো ফাউল গেইম খেলতে দেওয়া হবে না।

শুক্রবার সকালে রাজধানীতে আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে চৌদ্দ দল অনুষ্ঠানটির আয়োজন করে।

আগামী জাতীয় নির্বাচনে বিভিন্ন দলের অংশগ্রহণের বিষয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচনে যে কেউ অংশ নিতে পারে। নির্বাচন করার অধিকার সবার আছে কিন্তু নির্বাচনের নামে কোনো ফাউল গেইম দেখতে চাই না। নির্বাচন সংবিধান অনুযায়ী হবে এবং সঠিক সময়েই হবে।’

‘দুনিয়ার কোনও শক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঠেকাতে পারবে না। নির্বাচন কমিশনকে বলবো আপনারা এগিয়ে যান। একটি ‍সুন্দর নির্বাচনের জন্য আপনারা আপনাদের কাজ চালিয়ে যান।’

নাসিম বলেন, ‘চক্রান্ত শুরু হয়ে গেছে। দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু অতীতের মতো ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার নির্দেশনায় ষড়যন্ত্র মোকাবেলার ক্ষেত্রে চৌদ্দ দল কাজ করছে এবং করবে।’

সুশীল সমাজের দিকে উঙ্গিত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজকাল মানুষ বিভিন্ন কথা বলেন। কিন্তু যেদিন অধ্যাদেশের মাধ্যমে বঙ্গবন্ধুর হত্যার বিচারের বৈধতা দেওয়া হলো, খুনীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হলো তখন কোথায় ছিলো এই সুশীল সমাজ? কেমন ছিলো তাদের বক্তব্য?’

‘আমরা আর কোনো উদারতা দেখাবো না। উদারতা দেখিয়ে বঙ্গবন্ধুকে হারিয়েছি। উদারতা দেখিয়েছি বলেই শেখ হাসিনার উপর হামলা হয়েছে। সুতরাং সকল অপরাজনীতি, ষড়যন্ত্র ও অপশক্তিকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করবো এক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হবে না।’-বলেন নাসিম।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চৌদ্দ দলের শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের (একংশের) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাসদ অন্য অংশের সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, গণ আজাদী লীগের সভাপতি এসকে শিকদার, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031