চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার বাস্তুহারা কলোনী এলাকার একটি ফার্মেসীতে অভিযান চালিয়ে রাসেল কান্তি নাথ নামে এক ভূয়া ডাক্তারকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুহুল আমীনের হাতে ধরা খেয়ে রাসেল কান্তিকে জরিমানা গুনেছেন ১০ হাজার, দিয়েছেন মুচলেকা।
বুধবার (৪মে) সকাল ১১ টার দিকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেভিনিউ ডেপুটি কালেক্টর রুহুল আমীন।