সাশ্রয়ী দামের নতুন একটি অ্যাকশন ক্যামেরা বাজারে ছেড়েছে গো প্রো। এই ক্যামেরাটির মডেল গো প্রো অল্টারনেটিভ। ভারতের বাজারে ক্যামেরাটির মূল্য ৭ হাজার ৯৯৯ রুপি। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ৯ হাজার ৪১৩ টাকা।
ভারতের বাজারে ক্যামেরাটি বাজারজাত করছে এইএনআরজি। পোর্টেবল এই অ্যাকশন ক্যামেরাটি সম্পূর্ণ পানি নিরোধক।
ক্যামেরাটি সাইকেল, মোটরসাইকেল কিংবা হেলমেটের মত যেকোনো কিছুর সঙ্গে সংযুক্ত করে ভিডিও করা যাবে।
এতে আছে ১২ মেগাপিক্সেল। এটির ওয়াইড অ্যাঙ্গেল পাওয়া যাবে ১৭০ ডিগ্রি। এটি দিয়ে পানির নিচের ছবি ও ভিডিও করা যাবে।
ক্যামেরাটিতে ব্লুটুথ ও ওয়াইফাই নেটওয়ার্ক কানেকটিভিটি আছে। ফলে এটি স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ এবং ভিডিও আদান-প্রদান করা যাবে। এটি নিয়ন্ত্রণের জন্য অ্যাপ রয়েছে। আইওএস এবং অ্যানড্রয়েড ডিভাইসের সঙ্গে ক্যামেরাটি পেয়ার করা যাবে।
এটি দিয়ে সরাসরি ভিডিও ইন্টারনেটে সম্প্রচার করা যাবে।