চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন–সিইউজের সদস্য ও বিএনএ’র সাংবাদিক সৈয়দ গোলাম নবীর ছেলে সৈয়দ মোহাইমুনুল ইসলামের অকাল মৃত্যু হয়েছে (ইন্নানিলায়াহ… রাজিউন)। ১৪ বছর বয়সী মোহাইমুনুল ইসলাম নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। মেধাবী এ শিক্ষার্থী গতকাল বৃহস্পতিবার দুপুরে সাঁতার শিখতে গিয়ে নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন গৃহায়ন অধিদপ্তরের পুকুরে ডুবে মারা যায় বলে জানা গেছে। কয়েকজন সহপাটির সাথে স্কুল সংলগ্ন পুকুরে সাঁতারকাটা শিখতে যায় বলে জানিয়ে তার পিতা সৈয়দ গোলাম নবী বলেন, যাদের সাথে আমার ছেলে সাঁতারকাটা শিখতে যাওয়ার কথা, আমি শুনেছি তাদের কাউকে পাওয়া যায়নি। তিনি আরো জানান, বৃহষ্পতিবার হিসেবে তাড়াতাড়ি স্কুল ছুটি হলে মোহাইমুনুল ইসলাম নিজেদের চট্টগ্রাম সাংবাদিক কো–অপারেটিভ হাউজিং সোসাইটিস্থ বাসায় গিয়ে বইপত্র রেখে আবার আসে নাসিরাবাদ স্কুলে। সাঁতার শেখার জন্য মোহাইমুনুল তার বন্ধুদের কথায় বাসা থেকে আসে বলেও জানান গোলাম নবী।
এরপর মোহাইমুনুল সাঁতারকাটা শিখতে পুকুরে নামার কথা জানান তিনি। এরপর তার দুই সহপাঠি তাকে চমেক হাসপাতালে নিয়ে আসে। দুইবন্ধু তাকে হাসপাতালে রেখেই চলে যায়। যার কারণে ঠিক কিভাবে তার মৃত্যু হয়েছে তা পরিস্কার করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে গোলাম নবী প্রথমে তার স্ত্রীর কাছ থেকে ছেলের মৃত্যুর খবর শুনে ছুটে যান চমেক হাসপাতালে। তার পরিবারের অন্যান্য সদস্যরাও ছুটে যান সেখানে। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল ও সাধারন সম্পাদক মোহাম্মদ হাসান ফেরদৌস, বিএফইউজের সহ–সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, বিএফইউজের যুগ্ম–মহাসচিব মহসিন কাজী, সিইুউজের সাবেক যুগ্ম সম্পাদক ও প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ম. শামসুল ইসলাম ও বিএফইউজের নির্বাহী সদস্য আজহার মাহমুদসহ নেতৃবৃন্দও হাসপাতালের জরুরী বিভাগে উপস্থিত হন। হাসপাতালে কার্যক্রম শেষে মোহাইমুনুলকে বাসায় নিয়ে যাওয়া হয়।
আজ শুক্রবার বাদ জুমা চট্টগ্রাম সাংবাদিক কো–অপারেটিভ হাউজিং সোসাইটিতে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন–সিইউজের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসসহ নিবার্হী কমিটির নেতৃবৃন্দ। অকাল প্রয়াত সৈয়দ মোহাইমুনুল সাংবাদিক মোস্তফা জামালের নাতি। মোহাইমুনুলের বাবা সৈয়দ গোলাম নবী নিউজ এজেন্সি বিএনএ’তে কর্মরত আছেন।