গোসল করতে নেমেছিল দুই বন্ধু মাহফুজ ও আদনান। কিন্তু গোসলের সময় পানিতে ডুবে যায় তারা রাজধানীর রমনা উদ্যানের লেকে । তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। বিকাল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাদের মৃত ষোষণা করে। তারা দু’জন কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
মৃত দু’জন ও আরিফ দুপুরে উদ্যানে স্কুল ফাঁকি দিয়ে ঘুরতে যায়। আরিফ জানায়, প্রথমে লেকে তারা ফুটবল খেলে।
এরপর গোসল করতে নামে লেকে। মাহফুজ সাঁতার জানলেও আদনান জানতো না। মাহফুজ আদনানকে কাঁধে নিয়ে সাঁতরাতে থাকে। এমন অবস্থায় মাহফুজ হাপিয়ে গেলে কিনারায় ফিরতে চেষ্টা করে। কিন্তু পারেননি ফিরতে। আর সাঁতার না জানা আদনান গলা ছাড়ছিল না মাহফুজের। এর কারণে দু’জনই ডুবে যায় পানিতে।
এভাবেই ঝরে যায় দুটি তাজা প্রান। আরিফের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। মৃত আদনানের বাড়ি রাজধানীর মগবাজারে। মাহফুজের বাড়ি কোথায় তা এখনো যানা সম্ভব হয়নি।