ইয়াবা ও ফেনসিডিলসহ পুলিশের এএসআই ও কনস্টেবলকে গ্রেপ্তার করেছে খালিশপুর থানার পুলিশ খুলনা মহানগরীর আইজ্যার মোড় এলাকা থেকে। তাদের কাছ থেকে এক হাজার ৫০টি ইয়াবা ও ৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ সময় আরও তিনজকে আটক করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, খুলনা এপিবিএনে কর্মরত এএসআই আব্দুল্লাহ আল মামুন, বাগেরহাট সিআইডির কনস্টেবল সোহানুর রহমান, সোনালী জুট মিলের কর্মকর্তা মেহেবুব বিন আফতাব এবং সোহানের সঙ্গী নাহিদ শেখ ও সোহেল বেগ।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, নগরীর আইজ্যার মোড় এলাকায় এপিবিএনের এএসআই আব্দুল্লাহ আল মামুন ও সোনালী জুট মিলের এক কর্মকর্তাকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে তাদের দুজনকে আটক করা হয়।
এরপর জানা যায় আব্দুল্লাহ আল মামুন পুলিশের এএসআই। অন্যজন মেহেবুব বিন আফতাব সোনালী জুট মিলের কর্মকর্তা। তাদের দুজনকে তল্লাশি করে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের ভিত্তিতে খানজাহান আলী থানার যোগীপোল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বাগেরহাট সিআইডিতে কর্মরত কনস্টেবল এস এম সোহানুর রহমান, তার সহযোগী নাহিদ শেখ ও সোহেল বেগকে।
এই তিনজনের কাছ থেকে ৫০টি ইয়াবা ও ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।