চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজীর অধ্যাপক ড.এ এস এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে।
সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলবে বেলা ১২টা পর্যন্ত। এছাড়াও ১২টা থেকে ১টা পর্যন্ত শহিদ বুদ্ধিজীবি চত্বরে এক ঘন্টার অবস্থান কর্মসূচিও পালন করবেন তারা।তবে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত ক্লাস-পরীক্ষা না নিলেও দুপুর ১টার পর পরীক্ষা নিতে পারবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেব।
আওরঙ্গজেব বলেন, ‘আজকে তিনঘন্টার কর্মবিরতি ও ১ ঘন্টার অবস্থান কর্মসূচিসহ মোট চারঘন্টা কর্মবিরতিতে থাকছে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। যেহেতু আমাদের কর্মবিরতি অর্ধ দিবস তাই ডিপার্টমেন্ট চাইলে দুপুর ১টার পর পরীক্ষা নিতে পারবে।’
এর আগেও গত ২৬ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজীর অধ্যাপক ড.এ এস এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।