লোহাগাড়া উপজেলার আমিরাবাদ চট্টগ্রাম এলাকায় একটি চলন্ত প্রাইভেট কার থামিয়ে তল্লাশীর পর সেখান থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় কার চালককে আটক এবং প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগাড় পুলিশ এ অভিযান চালায়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান, কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার একটি চালান চট্টগ্রাম যাচ্ছে এমন খবরের ভিক্তিতে চট্টগ্রাম কক্সবাজার সড়কের লোহাগাড়া আমিরাবাদ এলাকায় চেক পোষ্ট বসিয়ে বেলা সাড়ে ১২টার দিকে সন্দেহজনক প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি চালিয়ে চালকের আসনে নীচে কৌশলে লুকিয়ে রাখা ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটক প্রাইভেটকার চালক মোহাম্মদ এখলাস (৩৭) এর বাড়ি নোয়াখালী জেলার সুধারাম থানায়। তার পিতার নাম সৈয়দ আহমদ বলে জানায়।