পুলিশ রাজধানীর শাহবাগ এলাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে টিয়ারশেল নিক্ষেপ করেছে। বেলা তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কয়েকশ শিক্ষার্থীর একটি মিছিল শাহবাগ মোড়ে যেতে চাইলে সেখানে অবস্থান নেয়া পুলিশ টিয়ারশেল-জল কামান ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে। পরে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এর আগে নিরাপদ সড়কের দাবি এবং আন্দোলনরতদের ওপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। ‘উই ওয়ান্ট জাস্টিজ’সহ বিভিন্ন ধরনের সেøাগান দেন তারা।
মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।