চট্টগ্রাম নগরীর পাচঁলাইশ থানার ২ নাম্বার গেইট এলাকায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় নিহত শিশুটির মা, দাদি ও মামাতো ভাই আহত হয়েছে।
সোমবার(২মে) সকাল ছয়টায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হয়েছে,মো.রাশেদ(৬),আহত হয়েছে রাশেদের মা পাখি আক্তার (৩০, দাদি মমতাজ বেগম(৫৫) ও মামাতো ভাই জুয়েল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্গজ বড়ূয়া সিটিজি নিউজকে জানান, দুই নাম্বার গেইট এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেট কার বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সার চার যাত্রী গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন, উল্লেখ করেন পংকজ বড়ুয়া।
তিনি আরো জানান, নিহত ও আহতরা ভোলার চর-ফ্যাশন থেকে চট্টগ্রামে আত্মীয়ের বাসায় বেড়াতে আসার সময় দুর্ঘটনার কবলে পড়েন।