শুরু হয়েছে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর ৬৯৯তম বার্ষিক ওরস বৃহস্পতিবার ভোর রাত থেকে ।
দুই দিনব্যাপী ওরস উপলক্ষে দরগাহ শরিফফ সেজেছে উৎসবের সাজে। ওরস উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে দরগাহ প্রাঙ্গণে জড়ো হয়েছেন হাজারো ভক্ত।
সকাল ৯ টা থেকে মাজারে গিলাফ চড়ানোর মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। পরে মিলাদ ও দোয়া মাহফিল হয়।
দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মাজারে গিলাফ দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
আর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বাদ জোহর গিলাফ দেন আরিফুল হক চৌধুরী।
হযরত শাহজালাল (রহ.) মাজার কমিটির সেক্রেটারি সামান মাহমুদ খান জানান, ওরস উপলক্ষে সকল প্রস্ততিই সম্পন্ন করা হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে ওরসে প্রতিবারের মতো এবারো লাখো ভক্ত-অনুরাগীর সমাগম ঘটেছে।
তিনি বলেন, শুক্রবার ফজরের নামাজ শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে ওরস শেষ হবে। মোনাজাতের পরপরই ভক্তদের শিরণি বিতরণের মধ্যদিয়ে শেষ হবে ওরসের আনুষ্ঠানিকতা।
ওরস নির্বিঘ্ন করতে মাজার এলাকায় নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এম এ ওয়াহাব বলেন, ওরস উপলক্ষে পুলিশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। নিরাপত্তার স্বার্থে মাজারের ভেতরে ও বাইরে প্রায় অর্ধ শতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে।
প্রতিবছরের মতো এবারো ১৯ ও ২০ জিলকদ ওরস অনুষ্ঠিত হচ্ছে।