প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট সাংবাদিক ও ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
দেশের প্রবীণ এই সাংবাদিক বুধবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী দেশের সাংবাদিকতা বিশেষ করে অর্থনৈতিক সাংবাদিকতায় মোয়াজ্জেম হোসেনের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
শেখ হাসিনা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।