নাগরিক ছাত্র ঐক্য সড়কে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সাধারণ ছাত্রদের উপর পুলিশি নির্যাতন ও কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে । আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান বলেন, দুই শিক্ষার্থী কোনো সড়ক দুর্ঘটনায় নিহত হননি। তাদের হত্যা করা হয়েছে। রাষ্ট্রের অব্যবস্থাপনাই এর জন্য দায়ী। রাষ্ট্রের দায়িত্বশীলরা এর দায় এড়াতে পারেন না।
তিনি বলেন, সরকারের দায়িত্বশীল মন্ত্রী শাহজাহান খান মৃত্যুর খবর পেয়ে হেসেছেন। উনার পরিবারের কারো মৃত্যুর সংবাদ পাওয়ার পরও উনি হাসবেন কিনা এ প্রশ্ন রাখতে চাই। শাহজাহান খান ভারতের সড়ক দুর্ঘটনার সঙ্গে বাংলাদেশের সড়ক দুর্ঘটনার তুলনা দিয়েছেন। অথচ এদেশের সকল সড়ক দুর্ঘটনার জন্য ৫০ শতাংশ দায়ীই হচ্ছেন শাহজাহান খান।
নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় নেতা মমিনুল ইসলাম, মোফাখখারুল ইসলাম নবাব, ডা. জাহিদুর রহমান, ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোহাম্মদউল্লাহ মধু, ছাত্রলীগ (জেএসডি) সমন্বয়ক তৌফিক, নাগরিক ছাত্র ঐক্যের সদস্য সচিব রিয়াজুল ইসলাম রিহান, কেন্দ্রীয় নেতা মুঈদ হাসান তড়িৎ, যুব ঐক্যের আহ্বায়ক শাহীনুল আলম, সাংবাদিক কামরুজ্জামান কাজল প্রমুখ।