গাড়ি ফিরিয়ে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শাহবাগ থেকে বাংলা মটরের দিকে উল্টো পথে গাড়ি নিয়ে যাবার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা । আজ দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এসময় বাণিজ্যমন্ত্রীর সাথে তার পুলিশ প্রোটেকশনও ছিল। প্রায় ১৫ মিনিট আটকে থাকার পর এক পর্যায়ে শিক্ষার্থীদের কাছে গাড়ি ছেড়ে দেবার অনুরোধ করা হলে, তখন তারা (শিক্ষার্থীরা) সেøাগান দেয়, ‘আইন সবার জন্য সমান।’
তোফায়েল আহমেদ গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনার জন্য বিচার চেয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে সেøাগান দিতে থাকে। তোফায়েল আহমেদের বডিগার্ড এবং পুলিশ প্রোটেকশনের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের অনুরোধ করলে শিক্ষার্থীরা বারবার ‘আইন সবার জন্য সমান’ সেøাগান দিতে থাকে এবং গাড়ির সামনে বসে পড়ে। এক পর্যায়ে বাধ্য হয়ে তোফায়েল আহমেদ ও তার প্রটেকশনে থাকা পুলিশের গাড়ি শাহবাগের দিকে ফিরে যায়।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |