সরকারি দল আওয়ামী লীগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের পাশাপাশি সাধারণ কাউন্সিলর পদেও বাজিমাত করেছে। বিএনপির চেয়ে প্রায় ছয় গুণ বেশি ওয়ার্ডে জয় পেয়েছেন সরকারি দল সমর্থিত প্রার্থীরা।
বরিশাল সিটির ৩০টি ওয়ার্ডের সবকটির ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে কাউন্সিলর পদে আওয়ামী লীগের ২৩, বিএনপির ৪, স্বতন্ত্র ২ এবং জাতীয় পার্টির একজন প্রার্থী জয়লাভ করেছেন। সোমবার ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
১ নং ওয়ার্ডে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আ.লীগের মো. আমির হোসেন বিশ্বাস, ২নং ওয়ার্ডে জাতীয় পার্টির একেএম মুরতজা আবেদীন, ৩নং ওয়ার্ডে আ.লীগের মো. মজিবর রহমান মৃধা, ৪নং ওয়ার্ডে আ.লীগের তৌহিদুল ইসলাম বাদশা, ৫নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী মো. কেফায়েত হোসেন রনি, ৬নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী খান মোহাম্মদ জামাল হোসেন, ৭নং ওয়ার্ডে আ.লীগের মো. রফিকুল ইসলাম খোকন, ৮নং ওয়ার্ডে বিএনপির মো. সেলিম হাওলাদার, ৯নং ওয়ার্ডে বিএনপির মো. হারুন অর রশিদ, ১০নং ওয়ার্ডে আওয়ামী লীগের এটিএম শহিদুল্লাহ কবির, ১১নং ওয়ার্ডে আ.লীগের মজিবর রহমান, ১২নং ওয়ার্ডে আ.লীগের মো. জাকির হোসেন ভুলু, ১৩নং ওয়ার্ডে আ.লীগের মো. মেহেদী পারভেজ খান, ১৪নং ওয়ার্ডে আ.লীগের তৌহিদুর রহমান বাদশা, ১৫নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগের লিয়াকত হোসেন খান, ১৬নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগের মো. মোশারফ আলী খান, ১৭নং ওয়ার্ডে আ.লীগের মো. আকতার উজ্জামান গাজী হিরু, ১৮নং ওয়ার্ডে বিএনপির মীর একেএম জাহিদুল কবির, ১৯নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগের গাজী নঈমুল হোসেন লিটু, ২০নং ওয়ার্ডে আ.লীগের জিয়াউর রহমান, ২১নং ওয়ার্ডে আ.লীগের শেখ সাঈদ আহমেদ মান্না, ২২নং ওয়ার্ডে আ.লীগের আনিছুর রহমান দুলাল, ২৩নং ওয়ার্ডে আ.লীগের এনামুল হক বাহার, ২৪নং ওয়ার্ডে আ.লীগের শরীফ মো. আনিছুর রহমান, ২৫নং ওয়ার্ডে আ.লীগের এম সাইদুর রহমান জাকির মোল্লা, ২৬নং ওয়ার্ডে আ.লীগের মো. হুমায়ুন কবির, ২৭নং ওয়ার্ডে বিএনপির মো. নুরুল ইসলাম, ২৮নং ওয়ার্ডে আ.লীগের মো. জাহাঙ্গির হোসেন, ২৯নং ওয়ার্ডে আ.লীগের মো. ফরিদ আহমেদ এবং ৩০নং ওয়ার্ডে আ.লীগের আজাদ হোসেন মোল্লা কালাম জয়ী হয়েছেন।