শহীদ রমিজ উদ্দিন কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে বিমানবন্দর সড়ক ও সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন । সড়ক হত্যায় জড়িত পরিবহনের মালিক, শ্রমিকদের কঠোর শাস্তির পাশাপাশি দুই শিক্ষার্থীর নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করছেন তারা।
আন্দোলনের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানা যায়, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটেছে। বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে। আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করলে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়। ঘটনাটি ঘটে কুর্মিটোলা রেডিসন হোটেলের সামনে।
উল্লেখ্য, গতকাল রোববার কুর্মিটোলায় বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আহত হন আরও ১০ শিক্ষার্থী।।