কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা আবারও হামলার শিকার হল। এবার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে। আজ বুধবার সকাল ১১ টার দিকে ছাত্র লীগের এই হামলায় আহত হয় পাঁচজন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনের বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। এই মিছিলে হামলা করলে ছত্রভঙ্গ হয়ে যায় তারা। আহত দুজনের পরিচয় মিলেছে তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলমগীর কবীর ও রাশেদুল ইসলাম।
সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ আন্দোলনে তারা হামলা চালায় এবং এসময় পুলিশ সদস্যরা অনুপস্থিত ছিল সেখানে।