প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের শেষদিকে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ নির্বাচনে সব দল অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন ।
ঢাকা সফররত বৃটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্যদূত রুশনারা আলী এমপি সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশা প্রকাশ করেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।
রুশনারা আলী বলেন, ‘নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে সবাই নির্বাচনে অংশ নেবে।’
শেখ হাসিনা বলেন, তার সরকারের আমলে নির্বাচন কমিশন ছয় হাজারের ওপর স্থানীয় ও উপ-নির্বাচনের আয়োজন করেছে। নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু হয়েছে। কিছু নির্বাচনে ক্ষমতাসীন দল আবার কিছু নির্বাচনে বিরোধীরা জয়লাভ করেছে।

তিনি বলেন, যুক্তরাজ্যে নিরবচ্ছিন্ন গণতন্ত্র অব্যাহত রয়েছে। কিন্তু বাংলাদেশে সামরিক শাসনের কারণে গণতন্ত্র ব্যাহত হয়েছে। তাই এখানে অনেক কল্যাণমূলক কার্যক্রম থেমে গিয়েছিল।

প্রধানমন্ত্রী জানান, তার সরকারের সময় ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, দিনাজপুর ও বরিশালে বুলেট ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।
শেখ হাসিনা তার সরকারের প্রথম মেয়াদে বাংলাদেশের আইটি ও জ্বালানি খাতের উন্নয়ন কাজে বৃটেনের সহযোগিতার কথা স্মরণ করেন।
প্রধানমন্ত্রী শিক্ষার উন্নয়নে এখন পর্যন্ত নেয়া পদক্ষেপ সম্পর্কে বৃটিশ বাণিজ্যদূতকে অবহিত করেন।

তিনি আরো জানান, শিক্ষার্থীদের মায়েদের আর্থিক সহযোগিতা দেয়া হচ্ছে।

সরকার রেল যোগাযোগ আরো বিস্তৃত করতে চায় জানিয়ে শেখ হাসিনা বলেন, বৃটেনের সহযোগিতায় ঢাকা-পায়রা রেল সংযোগ স্থাপন করা হবে। যে বৃটিশ  কোম্পানি এই উপমহাদেশে প্রথম রেললাইন নির্মাণ করেছিল তারা ঢাকা-পায়রা  রেললাইন বসাবে।

এসময় রুশনারা আলী বলেন, তারা বাংলাদেশের সাথে দৃঢ় বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাজ্যের সাথে বাণিজ্যেও ক্ষেত্রে ব্রেক্সিট বাংলাদেশের ওপর প্রভাব ফেলবে না বলেও জানান তিনি।

তিনি বিভিন্ন আর্থ-সামাজিক সূচকে বাংলাদেশের উন্নতির প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী কন্যা ও বিশিষ্ট অটিজম কর্মী সায়মা ওয়াজেদ হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমান ও ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক এ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক কীভাবে আরো জোরদার করা যায় তা নিয়ে আলোচনা করতে শনিবার রাতে পাঁচদিনের সফরে ঢাকায় আসেন বৃটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্যদূত রুশনারা আলী এমপি।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031