অগ্নিকা-ের ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের কার্যালয়ে। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিবি কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।
যেখানে অগ্নিকা- ঘটেছে, সেখানে অস্ত্রাগার ও সোয়াত টিমের মালামাল রয়েছে বলেও জানা গেছে।