বিএনপি রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনে গেল দুই সিটির মতো যাতে অনিয়মের পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে তগিদ দিয়েছে। একই সঙ্গে তিন সিটিতে সেনা মোতায়েনের দাবিও জানানো হয়েছে। ভোটের ৫ দিন আগে সোমবার বিকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাত করে বিএনপি প্রতিনিধি দল এসব দাবি জানায়। সিইসির সঙ্গে ভৈটক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, তিন সিটি নির্বাচনের বিষয়ে ৬টি সুনির্দিষ্ট লিখিত দাবি প্রধান নির্বাচন কমিশনারের কাছে দিয়েছি।  খুলনা ও গাজীপুরের মতো অনিয়মের পুনরাবৃত্তি যাতে না ঘটে সে বিষয়ে ইসির সঙ্গে আলোচনা করেছি। তিনি জানান, বলেন, বিভিন্ন কারনে নির্বাচন কমিশনের প্রতি মানুষের অনাস্থা সৃষ্টি হয়েছে। এখন আশা, তারা ভালো নির্বাচন দিয়ে মানুষের আস্থা অর্জনের চেষ্টা করবেন।

সেনা বাহিনীর উপর মানুষের আস্থা রয়েছে।  আমরা কমিশনকে আবারও বলেছি, অবিলম্বে নির্বাচনে মোতায়েন করা হোক। সিইসির সঙ্গে বৈঠকের সময় নির্বাচন কমিশনার কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী, ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন। বিএনপি প্রতিনিধি দলে আরও ছিলেন সহসভাপতি কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স। পরে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, তিন সিটি নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন রয়েছে বলে মনে করি না। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত যা আছে তাতে সন্তুষ্ট বলা যায়। খুলনা-গাজীপুরের অনিয়ম যাতে তিন সিটিতে পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে ইসির ব্যবস্থার নিয়ে এ নির্বাচন কমিশনার বলেন, ওই নির্বাচনে অনিয়ম হয়নি এটা বলবো না। অনিয়মের কারনে কয়েকটি ভোটকেন্দ্র বন্ধ করা হয়েছে। অনিয়মের কারণ খুঁজে তার ব্যবস্থা নেয়া হচ্ছে। তিন সিটি নির্বাচন সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ করতে যাবতীয় কার্যক্রম নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন এ নির্বাচন কমিশনার।
Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031