খুবই সহজ ব্যাপার বাংলাদেশে গাড়ি চালানো । স্টিয়ারিং ধরলে যেন গাড়ি চালানো হয়। কে কার কথা শুনে। গাড়ি চালানোর সময় দেখা যায় যে, ড্রাইভার মোবাইল কানে দিয়ে এক হাতে অনায়াসে গাড়ি চালিয়ে যায়। রাস্তা পারাপারের সময় দেখা যায় গাড়ি পথচারীকে মেরে দিয়ে দ্রুত গতিতে চলে যায়। শেষ হয়ে যায় আরেকজনের জীবন গতি। নিভে যায় পরিবারের আসল মানুষ। লাইসেন্স নেই, প্রশিক্ষণ নেই, গাড়ির মালিকরা এদের উপর গাড়ি ছেড়ে দেয়। চালকরা রোড পারমিট হিসাবে ব্যবহার করে ট্রাফিকের দেওয়া একটি টোকেন। সরকার এদের থেকে কোনো রাজস্ব পাচ্ছে না। বরং ক্ষতি করছে অনেক পরিবারের আয় উন্নতি। নেমে আসে শোকের ছায়া। আসুন এক সুরে বলি, আর নয় জীবন হারা গতি। কোনো পরিবারের কান্না আর নয়।