গোয়েন্দা পুলিশ বরগুনা জেনারেল হাসপাতালের এমএলএসএস ও তার এক সহযোগীকে ৩০ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে। আজ শনিবার দুপুরে বরগুনা জেনারেল হাসপাতালের ষ্টাফ কোয়ার্টার থেকে হাসপাতালের এমএলএসএস নিজাম উদ্দিন ও তার সহযোগী আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে হাসপাতালকে কেন্দ্র করে একটি চক্র মাদক ব্যবসা করে আসছিলো এমন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে হাসপাতালের ষ্টাফ কোয়ার্টারে অভিযান চালিয়ে হাসপাতালের এমএলএসএস নিজাম উদ্দিনের বাসা থেকে ২০ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর নিজাম উদ্দিনের দেওয়া তথ্য অনুযায়ী তার সহযোগী আনোয়ার হোসেনের বাসা থেকে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ আবদুল্লা বলেন, চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরা দীর্ঘদিন ধরে হাসপাতালের আবাসিক এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |