ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৯৭ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব সীতাকুণ্ডে। গতকাল শুক্রবার ভোরে সীতাকুণ্ড থানার স্টেশন রোডে হযরত শাহজালাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুইজন হলেন, মাদারীপুর জেলার শিবচর কাবিলপুর এলাকার রুহুল মুন্সীর ছেলে মো. নজরুল ইসলাম (৪৫) ও চট্টগ্রাম জেলার ভুজপুর চৌধুরীপাড়া এলাকার মো. ফয়েজের ছেলে মো. রশিদ (২৮)। র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মিমতানুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে (চট্টমেট্রো–ট–০২–০২২০) তল্লাশি চালিয়ে ৪৯৭ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।