শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম রাজধানীর অভিজাত উত্তরা ক্লাব হতে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ৩ হাজার বোতল বিদেশি বিভিন্ন ব্রান্ডের মদ, হুইস্কি, ওয়াইন, ভোদকা ও বিয়ার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকার অভিজাত ক্লাব উত্তরা ক্লাবে অবৈধ মদ ও মাদকদ্রব্য রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে র‌্যাব ও আনসার সদস্য সমন্বয়ে গঠিত টিম তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য জব্দ করেছে।  উত্তরা ক্লাব দীর্ঘদিন ধরে শুল্কমুক্ত সুবিধায় আমদানিকৃত বিদেশি বিভিন্ন ব্রান্ডের মদ ও মাদকদ্রব্য অবাধে বিক্রয় করছে। এমন অভিযোগের ভিত্তিতে দুপুর ২টার দিকে শুল্ক গোয়েন্দা উত্তরা ক্লাবে অবস্থান নেয়। অভিযোনের শুরুতে ক্লাব কর্তৃপক্ষ সহযোগিতা না করায় বিকেল ৫টার দিকে ক্লাবের তালা ভেঙ্গে অভিযান শুরু করা হয়। সহিদুল ইসলাম আরও জানান, অভিযানে উত্তরা ক্লাব হতে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ৩ হাজার বোতল বিদেশি বিভিন্ন ব্রান্ডের মদ, হুইস্কি, ওয়াইন, ভোদকা ও বিয়ার উদ্ধার করা হয়। উত্তরা ক্লাব কর্তৃপক্ষ অবৈধ মাদক বিক্রয় করা সত্ত্বেও রহস্যজনক কারণে শুল্ক গোয়েন্দার অভিযানে বাঁধা প্রদান করে তল্লাশি অভিযান বিলম্বিত করার প্রয়াস চালায়।

কিন্তু শুল্ক গোয়েন্দা টিম কোন রকম ভয়ভীতিতে প্রভাবিত না হয়ে সফলভাবে অভিযান পরিচালনা করে। উত্তরা ক্লাবের বিরুদ্ধে শুল্ক আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031