আজ শনিবার বেলা দেড়টার দিকে প্রশাসন ভবনের সামনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ মানববন্ধন করে। এ মানববন্ধন থেকে অভিযুক্ত শিক্ষককের বিচার ও ক্যাম্পাসে মেয়েদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। ছাত্রীকে হুমকি ও মানসিক হেনস্থার অভিযোগে ইসলামী বিশ্ববিধদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক সঞ্জয় কুমারের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে, গত তিন দিন ধরে ক্যাম্পাসের সকল স্থানে সঞ্জয় কুমারের ঘটনা নিয়ে তীব্র সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সামাজিক যোগযোগ মাধ্যমসহ বিভিন্ন স্থানে তার বিচার ও বহিঃস্কার দাবি করছেন সকলে। পরে আজ দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেন। প্রশাসন ভবনের সামনে তারা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন।
এদিকে ক্যাম্পাসের সবচেয়ে আলোচিত এ ঘটনা নিয়ে প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি। এখন পর্যন্ত ওই শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র এক শিক্ষক অভিযোগ করে বলেন, এত বড় মারাত্মক অভিযোগ দৃশ্যমান হবার পরও প্রশাসনের নিশ্চুপ থাকার কারণ খুঁজে পাচ্ছি না। ওই শিক্ষকের বিরুদ্ধে তো এর আগেও অভিযোগ ছিল। আজ পত্রিকায় বড় বড় সংবাদ দেখে হতভম্ভ হয়েছি। প্রশাসনের উচিত দ্রুত এর বিরুদ্ধে শক্ত বিচারের ব্যবস্থা করা।
এবিষয়ে ভিসি ড. রাশিদ আসকারী বলেন, বিষয়টি সম্পর্কে জেনেছি। ঘটনা প্রাথমিকভাবে যাচাই বাছাই চলছে। অভিযোগের সত্যতা পেলে নারী নির্যাতন ও যৌন নিপীড়ন সেলে জানানো হবে।