চট্টগ্রামের একটি বেসরকারি চেম্বারের এক চিকিৎসকের বিরুদ্ধে ৪০ বছর বয়সী এক নারীকে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে।
তার মা হাসিনা ইকবাল কানের ব্যথা নিয়ে ওই চিকিৎসকের গাছে গেলে তিনি রোগীর ‘কেস হিস্ট্রি না শুনে’ ভুল ব্যবস্থাপত্র দেন। সেই ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সেবনের পর তিনি অজ্ঞান হয়ে পড়েন বলে তার অভিযোগ।
ওই চিকিৎসক বলেছেন, ওষুধ নয়, ব্যথার কারণে রোগী অজ্ঞান হয়ে যেতে পারেন।
সুসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওষুধ খাওয়ানোর ২০ মিনিটের মধ্যে প্রচণ্ড শ্বাসকষ্টে অজ্ঞান হয়ে যান মা।”
তাকে দ্রুত জিইসি মোড়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পর তার জ্ঞান ফিরে আসে।
ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তিনি (হাসিনা ইকবাল) প্রচণ্ড শ্বাসকষ্টে অজ্ঞান হয়ে পড়েছিলেন। দ্রুত হাসপাতালে নিয়ে আসায় এ যাত্রায় রক্ষা পেয়েছেন।
“নতুন ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে, সে অনুযায়ী ওষুধ চলবে।”
তবে ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করে ডা. শরীফুজ্জামান বলেন, “ভুল ব্যবস্থাপত্র দেওয়ার বিষয়টি ঠিক নয়। ওষুধের কারণে নয়, ব্যথার পার্শ্বপ্রতিক্রিয়ায় রোগী অজ্ঞান হয়ে যেতে পারেন।”