জার্মানি কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের চলমান শান্তিপূর্ণ আন্দোলনে বর্বর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে । ঢাকাস্থ জার্মান দূতাবাসের এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে বলা হয়- বাংলাদেশের নাগরিকদের বাক- স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা সাংবিধানিক অধিকার। বর্বর হামলার ঘটনাগুলো বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন নীতিমালার পরিপন্থি মন্তব্য করে জার্মানির বিবৃতিতে বলা হয়- স্বীকৃত এসব অধিকার খর্ব করে এমন হামলা ও নির্যাতনের ঘটনা একটি দেশের আইনের শাসনের ভিত্তিকে দুর্বল করে দেয়। উল্লেখ্য, কোটা সংস্কারের দাবি অনেক দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ আন্দোলন, বিক্ষোভ, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ চলছে। পুলিশি বাধায় এটি ব্যাপক আকার ধারণ করলে প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |