জামায়াতে ইসলামীর ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ নগরীর পতেঙ্গা এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে গোপন বৈঠক থেকে।শনিবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ‘বিমান রেস্টুরেন্ট’ থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার এসআই সেলিম।
পতেঙ্গা থানার ওসি আলমগীর মাহমুদ বলেন, নাশকতার পরিকল্পনা নিয়ে বৈঠকের খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। আমরা ১৭ জনকে আটক করতে সক্ষম হয়েছি। তাদের কাছে জামায়াতের ভবিষ্যৎ কর্মপদ্ধতি বিষয়ে তিন পৃষ্ঠার একটি বই পাওয়া গেছে।
আটক ১৭ জনের সবাই সীতাকুণ্ড, মিরসরাই ও জোরারগঞ্জ এলাকার জামায়াত ও তাদের ছাত্রসংগঠন ছাত্রশিবিরের নেতাকর্মী বলে জানিয়েছেন ওসি।
তাদের নাম ও সাংগঠনিক পদবির বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানিয়েছেন ওসি।