দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়।‘জানবো জানাবো, দুর্নীতি রুখবো প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধে সাতক্ষীরায় র্যালি ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা আব্দুর রাজ্জাক পার্কে গণশুনানিতে মিলিত হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, দুদক ঢাকার পরিচালক মনিরুজ্জামান, যশোরের উপ-পরিচালক ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল গফফার, সমন্বিত জেলা কার্যালয় খুলানার উপ-পরিচালক আবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া গণশুনানিতে সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিস, সাবরেজিস্ট্রি অফিস, সেটেলমেন্ট অফিসসহ সদর উপজেলার ১৪টি সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
গণশুনানিতে ভুক্তভোগী সাধারন জনগণ তাদের বিভিন্ন দুর্ভোগের কথা তুলে ধরেন।