বিষয়টি পুরোপুরি মিথ্যাচার বলেছেন, আ জ ম নাছির উদ্দিন।কিছুদিন ধরেই গুজব ছিল বাফুফে নির্বাচনে বাঁচাও ফুটবল প্যানেলের সভাপতি প্রার্থী কামরুল আশরাফ খান পোটনকে সমর্থন দিয়েছেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। কিন্তু তিনি এই গুজবকে উড়িয়ে দিয়েছেন ।
শনিবার আ জ ম নাছির বলেছেন, ‘আমি কাকে সমর্থন দেবো না দেবো সেটি আমার মনেই আছে। কিন্তু কোনও টেলিভিশন চ্যানেল বা কেউ যদি কোনও কিছু প্রচার করে থাকে সেটি উদ্দেশ্য প্রণোদিত।’
উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে কাজী সালাহউদ্দীন প্যানেলের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি আ জ ম নাছির।
তবে এখন আর সমর্থন না দেওয়ায় আ জ ম নাছির উদ্দিনের বক্তব্য নিয়ে গুজবের অবসান হলো।
গত ২১ এপ্রিল কাজী সালাহউদ্দীন প্যানেলকে সমর্থন দেওয়ার সময় আ জ ম নাছির বলেছিলেন, ‘আমরা সর্বসম্মতিক্রমে পরিষদের ৭ জন প্রতিনিধিকে কাজী সালাহউদ্দীনের প্যানেলে অন্তর্ভুক্ত করেছি। এই প্যানেলের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই- আমাদের ঐক্য অটুট রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।’
আ জ ম নাছির উদ্দিন।কিছুদিন ধরেই গুজব ছিল বাফুফে নির্বাচনে বাঁচাও ফুটবল প্যানেলের সভাপতি প্রার্থী কামরুল আশরাফ খান পোটনকে সমর্থন দিয়েছেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। কিন্তু তিনি এই গুজবকে উড়িয়ে দিয়ে বলেছেন, বিষয়টি পুরোপুরি মিথ্যাচার।
শনিবার আ জ ম নাছির বলেছেন, ‘আমি কাকে সমর্থন দেবো না দেবো সেটি আমার মনেই আছে। কিন্তু কোনও টেলিভিশন চ্যানেল বা কেউ যদি কোনও কিছু প্রচার করে থাকে সেটি উদ্দেশ্য প্রণোদিত।’
উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে কাজী সালাহউদ্দীন প্যানেলের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি আ জ ম নাছির।
তবে এখন আর সমর্থন না দেওয়ায় আ জ ম নাছির উদ্দিনের বক্তব্য নিয়ে গুজবের অবসান হলো।
গত ২১ এপ্রিল কাজী সালাহউদ্দীন প্যানেলকে সমর্থন দেওয়ার সময় আ জ ম নাছির বলেছিলেন, ‘আমরা সর্বসম্মতিক্রমে পরিষদের ৭ জন প্রতিনিধিকে কাজী সালাহউদ্দীনের প্যানেলে অন্তর্ভুক্ত করেছি। এই প্যানেলের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই- আমাদের ঐক্য অটুট রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।’