বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম জং কিম তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন । শনিবার সন্ধ্যার কিছু আগে ঢাকায় পৌঁছান তিনি।

জিম জং কিম হযরত শাহজালাল আন্তর্জাইতক বিমানবন্দরে পৌঁছালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজম তাকে স্বাগত জানান।

এ সফরে তিনি মূলত বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন দেখতে কক্সবাজার যাবেন। রোহিঙ্গাদের মানউন্নয়নে বিশ্বব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশকে বড় ধরনের অনুদানের ঘোষণা দিবেন জিম ইয়ং কিম।

এদিকে রাতে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনিও কক্সবাজারের রোহিঙ্গ ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়া প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গেও তাদের বৈঠকের কথা রয়েছে।

জাতিসংঘের মহাসচিব হিসেবে অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশে এটাই হতে যাচ্ছে প্রথম সফর। এর আগে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআরের প্রধান হিসেবে রোহিঙ্গাদের পরিস্থিতি পরিদর্শন করতে বাংলাদেশে আসেন তিনি।

অন্যদিকে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো সফর করছেন বিশ্বব্যাংকের প্রধান জিম জং কিম।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031