ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল সরকারি চাকরিতে প্রচলিত কোটা প্রথা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে । আজ শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানায় সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, বিনা উস্কানিতে হামলার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ঢাকা বিশ^বিদ্যালয়ে এধরনের ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলা এবং অমানবিক নির্যাতনের ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত খবরে নিষ্ঠুরতার চিত্র দেখে আমরা বাকরুদ্ধ। আমরা চাই এই হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
বিবৃতিতে শিক্ষকরা আরো বলেন, ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে হামলার শিকার আহত শিক্ষার্থীদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করার দাবি করছি। বিবৃতিতে স্বাক্ষর করেছেন, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো: আখতার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো: আবদুর রশীদ, অধ্যাপক ড. মোঃ মোর্শেদ হাসান খান, সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. সদরুল আমিন, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস, অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলাম, অধ্যাপক মুক্তার আলি, মো. আল আমিন, জনাব রাশীদ মাহমুদ, অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, অধ্যাপক মো. মাহফুজুল হক, অধ্যাপক ড. মোঃ মেহেদী মাসুদ, অধ্যাপক ড. নুরুল আমিন, অধ্যাপক ড. হায়দার আলী, ইসরাফিল প্রামাণিক, অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, অধ্যাপক ড. মোঃ গোলাম রব্বানী, অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, অধ্যাপক ড. মামুন আহমেদ প্রমুখ।