দুই ব্যক্তি নিহত হয়েছে যশোর ও নরসিংদীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ । নিহতরা মাদক ও হত্যা মামলার আসামি বলে পুলিশের দাবি।
যশোর থেকে স্টাফ রিপোর্টার জানান, যশোরের ঝিকরগাছায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ টোকন (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার কায়েমখোলা মাঠ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে জানিয়েছে পুলিশ। টোকন ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের আসলাম মাস্টারের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদকসহ ২৭টি মামলা রয়েছে বলে পুলিশের দাবি।
নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীতে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইদ্রিস নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে নরসিংদী সদর উপজেলার মধ্য শিলমান্দী এলাকায়। ইদ্রিস ইজিবাইক ছিনতাই কারী ও হত্যা মামলার আসামী বলে দাবি করেছে পুলিশ। ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস আই) গাফ্ফার জানান, শুক্রবার দুপুরে পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকা থেকে ইদ্রিসকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মতে তাকে সঙ্গে নিয়ে অভিযান চালানোর সময় নরিসংদী সদর থানার মধ্যশিলমান্দী আবদুল্লাহ ডাইং এর পাশে পৌঁছে পুলিশ। এ সময় ইদ্রিসের সহযোগিরা তাকে ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পাল্টা জবাবে পুলিশও গুলি করে। এতে সহযোগিদের গুলিতে ইদ্রিস গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে পুলিশের পাল্টা আক্রমণে ইদ্রিসের সহযোগিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় আলাদা ৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ডিবি’র এস আই গাফফার।