যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ময়মনসিংহে । শনিবার বিকাল তিনটায় নগরীর দিঘারকান্দা এলাকায় আহত হওয়ার পর রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার মৃত্যু হয়।
নিহতের নাম মিল্লাত তারাশি (৩৫)। তিনি যুবলীগের কর্মী বলে জানা গেছে।
ময়মনসিংহ মডেল থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বিকাল তিনটায় নগরীর দিঘারকান্দা এলাকায় তারাশিকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে মৃত্যু হয় তার।
ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার রাহাত খান জানিয়েছেন, নিহত তারাশি জেলা যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শাকের আহমেদ।